মেহেরপুর অফিস: শিক্ষার মানোন্নয়নে পরীক্ষায় শিক্ষার্থীর ভাল ফলাফল, পাশের হার বৃদ্ধি, প্রাথমিক বিদ্যালয়গুলোতে চালু ডিজিটাল পদ্ধতিতে পাঠ দান সচল ও অব্যাহত রাখাসহ আগামীতে শিক্ষার হার বাড়াতে প্রতিটি গ্রামের প্রাথমিক বিদ্যালয়গুলোকে মডেল শিক্ষা প্রতিষ্ঠান রুপে চালু করার লক্ষ্যে মেহেরপুর সদর উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার বিকেলে মেহেরপুর শহরের শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান ও উত্তরপাড়া এবং সদর উপজেলার রাধাকান্তপুর, আমদহ, উজুলপুর, মোমিনপুর ও ঝাউবাড়িয়া এবং মুজিবনগর উপজেলার ভবানীপুর ও দারিয়াপুর বালক প্রাথমিক বিদ্যালয়গুলোকে মডেল স্কুলে রূপান্তিত করার লক্ষ্যে শিক্ষকদের নিয়ে সদর উপজেলার হল রুমে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দিনের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম তৌফিকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা এটিও মফিজুর রহমান, ওলিউর রহমান, এসএম আবুল ফজল, শামীম সুলতান, ফিরাজুল ইসলাম, সাংবাদিক রফিক-উল আলম প্রমুখ।
সদর উপজেলার ওই সাতটি প্রাথমিক বিদ্যালয় এবং মুজিবনগর উপজেলার ওই দুইটি প্রাথমিক বিদ্যালয়কে মডেল স্কুল হিসেবে প্রাথমিক ভাবে বাছাই করে শিক্ষক-শিক্ষিকাবৃন্দের সাথে মতবিনিময় করা হয়।