নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইল বিএনপি

স্টাফ রিপোর্টার: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের বাসায় ঢাকায় সফররত মার্কিন পররাষ্ট্র দফতরের মধ্য ও দক্ষিণ এশিয়া-বিষয়ক মুখ্য উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম ই টডের সাথে বিএনপির ৬ নেতা বৈঠক করেছেন। গতকাল সোমবার সকালে প্রায় দুই ঘণ্টার এই বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরিতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বিএনপি। বিএনপির পক্ষ থেকে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে খুন, কেন্দ্র দখল, রাতে সিল মেরে ব্যালট বাক্স ভর্তি ও জাল ভোট প্রদানের তথ্য সংবলিত একটি পরিসংখ্যানপত্র দিয়ে বলা হয়, এই সরকার এবং এই নির্বাচন কমিশনের অধীনে কোনোভাবেই অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ যাবত্ যতগুলো ভোট অনুষ্ঠিত হয়েছে সবগুলোতে ভোটের নামে তামাশা হয়েছে। নির্দলীয় নিরপেক্ষ সরকার অথবা জাতিসংঘের অধীনে নির্বাচন চায় বিএনপি। বিএনপির নেতারা দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। বৈঠকে অংশ নেওয়া একজন নেতা এইসব তথ্য জানিয়েছেন।

বৈঠক সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট, ইউনিয়ন পরিষদ নির্বাচন, গণতন্ত্রের উত্তরণ, ব্লগার-ইমামসহ ভিন্ন ধর্মাবলম্বীদের খুনের বিষয়ে জানতে চাওয়া হয়। পাশাপাশি বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কী- এ নিয়েও বিএনপি নেতাদের কাছে জানতে চান উইলিয়াম ই টড।

বৈঠকে অংশ নেওয়া বিএনপির নেতারা হলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরী, রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ। বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে। তারা আমাদের দাওয়াত করেছিলেন। এটি একটি ইনফরমাল আলোচনা ছিলো। গতকাল সকাল সোয়া ৮টায় বৈঠকটি শুরু হয়ে সকাল দশটায় শেষ হয়।

একজন নেতা জানান, বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর সঙ্গে ইসরায়েলি লিকুদ পার্টির নেতার বৈঠক ও তার গ্রেফতার নিয়ে কোনো প্রসঙ্গ উত্থাপিত হয়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান সাংবাদিকদের জানান, রাষ্ট্রদূতের নিমন্ত্রণে তারা বার্নিকাটের বাসায় গিয়েছিলেন।

Leave a comment