বেলগাছি নবদিগন্ত সংঘ ফুটবল প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা মর্নিংস্টার ক্লাব সেমিফাইনাল উন্নীত

 

স্টাফ রিপোর্টার: বেলগাছি নবদিগন্ত সংঘ ফুটবল প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা  মর্নিংস্টার ক্লাব সেমিফাইনাল উন্নীত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলগাছি ফুটবলমাঠে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় মর্নিংস্টার ক্লাব ও হায়দারপুর একাদশ।  অনুষ্ঠিত খেলার প্রথমার্ধে সজিবের দেয়া গোলে মর্নিংস্টার ক্লাব ১-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে অধিনায়ক মিলন বিশ্বাস, আফিরুল ও মিশু ১টি করে গোল করে দলকে ৪-০ ব্যবধানের শক্ত অবস্থানে দাড় করায়। শেষ পর্যন্ত ৪-০ গোলে জয়লাভ করে সেমিফাইনালে উন্নীত হয় মর্নিংস্টার ক্লাব।

গতকাল খেলার মাঠে মর্নিংস্টারের পক্ষে উপস্থিত ছিলেন ক্লাব কর্মকর্তা মাহাবুবুল ইসলাম সেলিম, ওবাইদুর রহমান চৌধুরী জিপু, সালাউদ্দীন, অ্যাড. ফিরোজ, তানজিলুর রহমান শিমু, জুবায়ের আহম্মেদ সুমন, ডাবলু প্রমুখ।