স্টাফ রিপোর্টার: আবারো বাড়লো সংসদ অধিবেশনের মেয়াদ। সংসদের বৈঠক আগামী ১০ নভেম্বর রোববার বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত মুলতুবি করা হয়েছে। কার্য-উপদেষ্টা কমিটির আগের সিদ্ধান্ত অনুযায়ী চলতি অধিবেশন গতকাল বৃহস্পতিবার পর্যন্ত চলার কথা ছিলো। বর্তমান অধিবেশনের মেয়াদ বাড়ানো সম্পর্কে গতকাল বুধবার সংসদের কার্যালয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকের জানিয়েছিলেন, কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস না হওয়ায় অধিবেশনের মেয়াদ বাড়ছে। কতো দিন পর্যন্ত এ অধিবেশন চলবে তা এখনো সিদ্ধান্ত হয়নি।