আলমডাঙ্গার চিলাভালকীর রাস্তা পাকাকরণের পিকেট ঝামা খোয়া ও আমা ইটের খোয়া সরানো হয়নি : ক্ষুব্দ গ্রামবাসী

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার নাগদহ ইউনিয়নের চিলাভালকী-বেগুয়ারখালী কাচাঁ রাস্তা পাকাকরণে ব্যপক দুর্নীতির অভিযোগ উঠেছে। ৫শ ৭৫ মিটার রাস্তার কাজে ইটের খোয়ার বদলে ঝামা পিকেট ও আমা পোড়া মাটি দিয়ে রাস্তার নির্মাণের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দেয় ক্ষুব্ধ গ্রামবাসী। টিকাদারী প্রতিষ্ঠান আজ কালের মধ্যে ঝামা খোয়া তুলে নেবে বলে জানালেও তা সরিয়ে না নেয়ায় গ্রামবাসী ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

গ্রামসূত্রে জানা গেছে, গত ৩ মাস আগে এলজিডি প্রকল্পের আওতাই চুয়াডাঙ্গার সোনালী কন্ট্রাকশন নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান আলমডাঙ্গার নাগদহের চিলাভালকী-বেগুয়ারখালী গ্রামের মোট ৫শ ৭৫ মিটার কাচাঁ রাস্তা পাকাকরণের কাজ পাই। ট্রাকটার যোগে রাস্তাটিতে ইটের খোয়ার বদলে ঝামা পিকেট খোয়া ও আমা ইট (পোড়ামাটি) ফেলা শুরু হয়। গ্রামাবাসী বাধাঁ প্রদান করে কাজ বন্ধ করে দেয়।

এ ব্যপারে চুয়াডাঙ্গা এলজিডির কার্য সহকারী সারোয়ার হোসেন অভিযোগ স্বীকার করে তিনি বলেন, রাস্তায় ঝামা খোয়া আমা ইট দেখে আমি ইঞ্জিনিয়ারকে জানিয়ে ছিলাম। তবে খুব তাড়াতাড়ি অভিযুক্ত ব্যবহারের অযোগ্য ঝামা খোয়া ও আমা ইটের খোয়া সরিয়ে নেয়া হবে।

ক্ষুব্দ গ্রামাবাসী জানায়, কাজ বন্ধের ৫ দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত খোয়া সরিয়ে নেইনি ঠিকাদারী প্রতিষ্ঠান। উল্টো আগের বাতিল খোয়া চালিয়ে দেয়ার পাইতারা করছে। এ ব্যপারে গ্রামবাসী সংস্লিষ্ঠ কতৃপক্ষের দৃষ্টি কামনা করেছে।

 

Leave a comment