স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ নুরুজ্জামান ক্রিকেট একাডেমিকে হারিয়ে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমি জয়লাভ করেছে। গতকাল শুক্রবার সকাল ৮টায় চুয়াডাঙ্গা টাউন ক্লাব ফুটবল মাঠে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির অনূর্ধ্ব-১৪ দলের অধিনায়ক সিফাত প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত গ্রহণ করে। নির্ধারিত ৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমি ২৪৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাফিন ৫৩, রনক হাসান ৪১, তুহিন ৪৩, তৌফিক ৩৮ ও সাইব ২১ রান সংগ্রহ করে।
জবাবে ঝিনাইদহ ১৭৬ রানে অল-আউট হয়। ফলে চুয়াডাঙ্গা নাইটঙ্গেল ক্রিকেট একাডেমি ৭১ রানে জয়লাভ করে। নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির ক্ষুদে ক্রিকেটারদের মধ্যে খেলায় অংশ গ্রহন করে রকি, তুর্য, সাইব, সালেহীন, জাভিদ, রাতুল, রনি, তামিম, তালহা, রিফাত, মারুফ, নাছিম, তাসজিদ, সাবিত, নিরব, তাসভি, ইবন, শাহরিয়ার, তুহিনুজ্জামান ও রিয়াদ। সকালে দু-জেলার দু-ক্রিকেট একাডেমির হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক ক্রিকেট ম্যাচের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু, কোষাধ্যক্ষ নাসির আহাদ জোয়ার্দ্দার, নির্বাহী সদস্য শহিদুল কদর জোয়ার্দ্দার, জেহাদ-ই-জুলফিকার টুটুল ও মেহেরুল্লাহ মিলু। খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ ও অতিথি ক্রিকেটারদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ৫৩ রান ও ২ উইকেট দখলের সুবাদে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির সাফিন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করে। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন ঝিনাইদহ নুরুজ্জামান ক্রিকেট একাডেমির পরিচালক ও জেলা দলের কোচ নুরুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন ঝিনাইদহ ক্রিকেট একাডেমির সহকারী কোচ মামুন আল-হাসান, অভিভাবক সদস্য আক্তারুজ্জামান নেকো,শারমিন খাতুন, হাসানুজ্জামান হাসান, নজরুল ইসলাম, নিজামউদ্দোলা খোকন, সাব্বির কামাল প্রমুখ।