স্টাফ রিপোর্টার: রাজধানীর মতিঝিলে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন আওয়ামী লীগ ও পরিবহন নেতা খায়রুল মোল্লা (৪৫)। তাকে কুপিয়েও গুলি করে খুন করা হয়। তিনি ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরিবহন মালিক সমিতির নেতা ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খায়রুল মোল্লা মতিঝিল মধুমিতা সিনেমা হলের পাশে সমবায় ব্যাংক ভবন সিঁড়ি দিয়ে থেকে নিচে নামছিলেন। এ সময় পূর্ব থেকে ওত পেতে থাকা ৬/৭ জন সন্ত্রাসী তাকে এলোপাতারি কুপিয়ে ও গুলি করে। আশেপাশের লোকজন এ সময় এগিয়ে এলে সন্ত্রাসীরা ফাকা গুলি ছুঁড়ে পালিয়ে যায়। পরে সমবায় ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন মহি ও তার বন্ধু আলী আকবর তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সোয়া ৭টার দিকে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে ঘোষণা করেন।