সরোজগঞ্জে দোকানির সাথে প্রতারণার অপচেষ্টা : জালটাকাসহ হায়দারপুরের তরিকুল আটক

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারের ছাগল হাটের নিকট সেন্ডেল দোকানিকে জালটাকার নোট দিয়ে সেন্ডেল কিনতে গিয়ে গ্যাঁড়াকলে পড়েছেন হায়দারপুর গ্রামের মঙ্গল জোয়ার্দ্দারের ছেলে তরিকুল ইসলাম। তার  নিকট থেকে ৪টি ৫শ টাকার জালনোটসহ তাকে ধরে স্থানীয় জনগণ পুলিশে দেয়।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের হায়দারপুর গ্রামের মঙ্গল জোয়ার্দ্দারের ছেলে তরিকুল ইসলাম (২৬) গতকাল শুক্রবার সন্ধ্যায় সরোজগঞ্জ বাজারের ছাগল হাটের নিকট দত্তাইল গ্রামের শুকুর আলীর ছেলে সেন্ডেল বিক্রেতা রতন আলীর দোকানে ৫শ টাকার জাল নোট দিয়ে সেন্ডেল কিনতে যায়। দোকানির সন্দেহ হলে টাকাটি পাল্টে দিতে বলে। সে টাকাটি রেখে পালানো চেষ্টা করে। পরে স্থানীয় জনগণ তাকে ধরে পুলিশ দেয়। পরে পুলিশ তার শরীরল তল্লাশি করে আরও ৩টি ৫শ টাকার জালনোট উদ্ধার করে।

এ ব্যাপারে সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ এসআই কাইয়ুম হোসেন জানান, ৫শ টাকার জালনোটসহ স্থানীয়রা তরিকুলকে আটক করলে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে পৌঁছে তার শরিল তল্লাশি করে আরও ৩টি ৫শ টাকার জালনোট উদ্ধার করি। তাকে রাতেই চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

 

Leave a comment