বাবলু মল্লিক সভাপতি সরোয়ার সাধারণ সম্পাদক
খাসকররা প্রতিনিধি: বঙ্গবন্ধু প্রজন্মলীগ আলমডাঙ্গার খাসকররা ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে খাসকররা মাধ্যমিক বিদ্যায়ল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল গনি। সম্মেলনে বাবলু মল্লিককে সভাপতি ও সরোয়ার হোসেন সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক বোরহান, সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন, আনন্দকে সহ-সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু প্রজন্মলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক মাছুদুর রহমান মাছুম। প্রধান বক্তা ছিলেন খাসকররা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন মাস্টার। বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, জাহাঙ্গীর হোসেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের গ্রন্তনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেল, ইউনিয়ন ছাত্রলীগ নেতা নাজমুল, জাহিদ, শান্ত, রাজু, বঙ্গবন্ধু প্রজন্মলীগ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম আশরাফ, লোকমান হোসেন, সদস্য সাদ্দাম হোসেন, সদস্য নজর আলি, মুন্না, রাকিব, তারিক, ডাইমন্ড, বঙ্গবন্ধু পপ্রজন্মলীগ চুয়াডাঙ্গা পৌর শাখার যুগ্ম আহ্বায়ক আলিফ জোয়ার্দ্দার, সদস্য রকিবুল হাসান মেজে, মোহ. শান্ত। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু প্রজন্মলীগ আলমডাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক মেহেদী হাসান টোকন, যুগ্ম আহ্বায়ক জিনারুল ইসলাম বিপ্লব, সদস্য সচিব রানা হামিদ চাদ মিয়া, সদস্য হামিদুল, সিপন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন যুবলীগ নেতা মোজাফর রহমান লালু।