মেহেরপুর জেলার এক্সট্রা মহুরাদের কর্ম-কলম বিরতী পঞ্চম দিনে

গাংনী প্রতিনিধি: চাকুরি জাতীয়করণের দাবিতে মেহেরপুর জেলায় সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত এক্সট্রা মহুরাদের কলম বিরতী পঞ্চম দিন অতিবাহিত হয়েছে। অনির্দিষ্টকারের কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকে জেলার ৩টি সাব রেজিস্ট্রি অফিসের শতাধিক এক্সট্রা মহুরা কর্ম ও কলম বিরতী পালনের পাশাপাশি বিক্ষোভ মিছিল করেছে।

সকালে গাংনী সাব রেজিস্ট্রি অফিসের সামনে থেকে জেলা এক্সট্রা মহুরা সমিতির সভাপতি মিজানুর রহমান হিরণের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাব রেজিস্ট্রি অফিসে ফিরে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। আন্দোলনের সার্বিক দিক তুলে ধরে তা চালিয়ে যাওয়ার দিক নির্দেশনা দেন মিজানুর রহমান হিরণ। আরো বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ পিয়াস, গাংনী শাখা সভাপতি ইমারত হোসেন, সিনিয়র নকলনবীস আবুল কালাম আজাদ, মুজিবনগর উপজেলা আহ্বায়ক আতাহার আলী ও জেলা শাখার যুগ্মসম্পাদক হাফিজ আল আসাদসহ নেতৃবৃন্দ।

চাকরি জাতীয়করণের দাবি জানিয়ে এর স্বপক্ষে বিভিন্ন যৌক্তিকতা তুলে ধরেন আন্দোলনকারী সংগঠনের নেতৃবৃন্দ। তারা বলেন, সারাদেশের নকল নবীসদের মাধ্যমে বছরে ৪০০-৫০০ কোটি টাকা রাজস্ব আয় হয়। কিন্তু নকল নবীসদের পারিশ্রমিক বৃদ্ধি কিংবা চাকরি জাতীয়করণের কথা ভাবেনি রাষ্ট্র ও সরকার। দীর্ঘদিন কাজ করছেন বিধায় এখান থেকে কারো অন্য পেশায় যাওয়ার সুযোগ নেই। অনতিবিলম্বে চাকরি জাতীয়করণ করা না হলেও আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা।

Leave a comment