স্বাস্থ্য ব্যবস্থাপনায় সঙ্কট উত্তরণে নার্স সহায়ক শক্তি

আন্তর্জাতিক নার্স দিবস ও নাইটিঙ্গেলের জন্মদিনে এবারের প্রতিপাদ্য বিষয়

স্টাফ রিপোর্টার: ‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় সঙ্কট উত্তরণে নার্স সহায়ক শক্তি’ এ প্রতিপাদ্যে বিষয়কে সামনে নিয়ে আন্তর্জাতিক নার্স দিবস এবং নার্সিঙের প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়াসহ বিভিন্ন স্থানে শোভাযাত্রা, আলোচনাসভা, সেমিনার, নার্স অ্যাওয়ার্ড ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক নার্স দিবস- ২০১৬ এবং নার্সিঙের প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে নার্সিং ইনস্টিটিউট ও সদর হাসপাতালের যৌথ উদ্যোগে গতকাল বৃহস্পতিবার নানা কর্মসূচি পালন করেছে। নার্স দিবস উপলক্ষে সকাল সাড়ে ৮টায় নার্সদের অংশগ্রহণে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নার্সিং ইনস্টিটিউটে এসে শেষ হয়। এ সময় নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ আলোমতি বেগমের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. পিতম্বর রায়। এছাড়া চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিয়র-জুনিয়র নার্সসহ সকল নার্স ইনস্টিটিউটের ছাত্রীরা উপস্থিত ছিলেন।

মেহেরপুর অফিস জানিয়েছে: মেহেরপুর জেনারেল হাসপাতাল ও ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ পরিচালিত মেহেরপুর ইম্প্যাক্ট নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে আন্তর্জাতিক সেবিকা দিবস-১৬ পালন উপলক্ষ্যে মেহেরপুরে বর্ণাঢ্য ৱ্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় ৱ্যালিটি মেহেরপুর জেনারেল হাসপাতাল চত্বর প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশ গ্রহণ করেন মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. মিজানুর রহমান, কনসালটেন্ট ডা. তাপস কুমার সরকার, ইম্প্যাক্ট নাসিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ফ্লোরা নন্দিতা চৌধুরী, প্রোগ্রামের অর্থ ও প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম, মেহেরপুর জেনারেল হাসপাতালের আর এম ও ডা. আনারুল ইসলাম, মেডিকেল কর্মকর্তা, নাসিং সুপার ভাইজার, নার্সও ইম্প্যাক্ট নার্সিং ইনস্টিটিউটের স্টাফ ও ছাত্রীবৃন্দ।

 

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর গাংনীতে পালিত হয়েছে আন্তর্জাতিক নার্স দিবস। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে ৱ্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সদের আয়োজনে সকালে একটি ৱ্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে ৱ্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শুরু স্থানে গিয়ে শেষ হয়। ৱ্যালিতে উপস্থিত ছিলেন সিনিয়র নার্স মমতাজ পারভীন, হোসনেয়ারা খাতুন, রাফিজা খানম, নুরুনাহার, রহিমা বেগম ও রোকেয়া খাতুন প্রমুখ। ৱ্যালি শেষে হাসপাতালে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আব্দুর রশিদের সঞ্চালনায় ও ইয়াসমীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নার্স ও চিকিৎসকবৃন্দ। বিশ্বব্যাপী নার্সদের মান মর্যাদা রক্ষা ও তাদের কাজের সুষ্ট পরিবেশ নিশ্চিতের দাবি জানান বক্তারা।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে ৱ্যালি শুরু হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আলোচনার মধ্যদিয়ে শেষ হয়। মুজিবনগরের ৱ্যালির নেতৃত্ব দেন মুজিবনগর স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডা. শাহাব উদ্দিন। আরো উপস্থিত ছিলেন চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীবৃন্দ।

কুষ্টিয়া প্রতিনিধি জানিয়েছেন, এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও কুষ্টিয়া নার্সিং ইনস্টিটিউটের নার্সরা বর্ণাঢ্য ৱ্যালি বের করেন। হাসপাতাল চত্বর থেকে বের হয়ে ৱ্যালিটি শহর ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মধ্যদিয়ে শেষ হয়। সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ডেপুটি নার্সি সুপারেন্টেড মতিয়ার রহমার, কুষ্টিয়া নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইনচার্জ (অধ্যক্ষ) আকলিমা খাতুন, পাবলিক হেলথ নার্স আসমা খাতুন, বিডিএনএ’র সাধারণ সম্পাদক নাসিমা খাতুন প্রমুখ। বক্তারা বলেন, স্বাস্থ্য ব্যবস্থাপনায় সংকট উত্তরনে নার্সদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ।

 

Leave a comment