খবর:(বাল্যবিয়ে পড়ানোর দায়ে দুই কাজির জেল-জরিমানা)
বাল্যবিয়ে পড়িয়ে খায়
বিভিন্ন গাঁর কাজি,
কলম খাতায় ভোগিজোগি
খুব করে কারসাজি।
পকেট ভরে টাকা কামায়
খায় দু থালা গোশতো,
এদিক ওদিকে ধান্দা করে
নেইকো এতে দোষতো।
একেক মানুষ একেক রকম
কাজিরা সব আরেক,
তাইতো ওরা বিয়ে করে
একাই গোটা চারেক!
_আহাদ আলী মোল্লা