জীবননগরের সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কে ব্যারিকেড দিয়ে দীর্ঘ প্রায় দেড়ঘণ্টা ধরে ডাকাতদলের তাণ্ডব

সড়কে গণডাকাতি : আন্তত ৩০ জনকে মেরে ছুরিকাঘাত করে ছিনিয়ে নেয় নগদ টাকাসহ মালামাল

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কের গুপ্তপীরের কবরের কাছে রাস্তায় ব্যারিকেড দিয়ে যানবাহনে গণডাকাতি করা হয়েছে। ডাকাতির ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রাত পোনে ৯ টার দিকে। এ সময় ডাকাতের ছুরিকাঘাতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ৮ জনকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে একজনকে। তার অবস্থা গুরুতর। সড়কে পরিত্যক্ত বৈদুতিক পোল ফেলে ট্রাক, পিকআপ, মিশুক, প্রাইভেটকার, মোটরসাইকেল ও বাইসাইকেল যাত্রীদের নিকট থেকে সর্বস্ব লুট করে নিয়েছে। প্রায় দেড়ঘণ্টাব্যাপী নির্বিঘ্নে ডাকাতদল সড়কে যানবহন আটকিয়ে প্রায় ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে জানিয়েছেন ডাকাতির শিকার ব্যাক্তিরা।

ডাকাতির কবলে পড়া অনেকেই অভিযোগ করে বলেছেন, ঘটনার সময় শাহপুর ফাঁড়ি পুলিশের একটি টহল দল পুলিশ বক্সের ওখানে টহল না দিয়ে সন্তোষপুর বাস স্ট্যান্ডে চায়ের দোকানে বসে টেলিভিশন দেখছিলো। বিষয়টি পুলিশকে জানানো হলেও তারা ডাকাতিরোধে এগিয়ে আসেন নি। তবে পুলিশের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, ঘটনা শোনা মাত্র পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ডাকাতদলকে ধাওয়া করেছে।

আন্দুলবাড়িয়া প্রতিনিধি ঘটনার শিকার জীবননগর বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী কুলতলা গ্রামের আবুল হাশেমের বরাত দিয়ে জানান, জীবননগর থেকে বাইসাইকেলযোগে বাড়ি ফেরার পথে সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কে গুপ্তপীরের দরগার নিকট পৌঁছুলে ডাকাতদল সড়কে পরিত্যক্ত বৈদুতিক পোল ফেলে গতিরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই হাফপ্যাণ্ট ও গেজ্ঞি পরিহীত গামছা দিয়ে মুখ বাধাঁ ১০/১৫ জনের ডাকাতদল দেশিয় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে নগত ১ হাজার টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নেয়। তারা হুমকির মুখে আটকে রাখে। এছাড়াও জীবননগর সাপ্তাহিক হাট থেকে বাড়ি ফেরার পথে ছানা ব্যবসায়ী সালাহ উদ্দিনের নিকট ১২ হাজার টাকা, কাচাঁমাল ব্যবসায়ী মোশারেফ হোসেন মুশা, চুন ব্যবসায়ী সাধন বিশ্বাস, ফার্মেসি আক্তারুজ্জামান চঞ্চলের নিকট সাড়ে ৭ হাজার, সরকার ব্রিক্সের মালিক অভি সরকারের নিকট ৬০ হাজার, এসিআই কোম্পানির প্রাইভেটকার আটকিয়ে ৭ লাখ টাকাসহ যাতাযাতকারী ৪টি মিশুক, ৫টি মোটরসাইকেল, ১০টি বাইসাইকেল, ৩টি ভুট্টাভর্তি  ট্রাক ও ১টি প্রাইভেটকারসহ যানবহন গতিরোধ করে নগদ টাকা, মোবাইলফোনসহ সর্বস্ব লুট করে নেয়। ক্ষুদ্ধ ডাকাতদল ট্রাক ও প্রাইভেটকার ভাঙচুর করে। কয়েকজন পথচারী ও চালককে মারধোরসহ কুপিয়ে আহত করে। আহত ইনামুল, কামরুল ও মিশুক চালককে উদ্ধার করে জীবননগর উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সে নেয়া হয়েছে।

ডাকাতির শিকার কয়েকজন ব্যবসায়ীর অভিযোগসূত্রে জানা গেছে, ডাকাতি চলাকালে পুলিশকে কয়েকবার ফোন দেয়া হলেও পুলিশ ফোন রিসিভ করেনি। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ-জনতার উপস্থিতি টের পেয়ে ডাকাতদল গণডাকাতি শেষে সড়ক থেকে নিবিঘ্নে সটকে পড়ে।

ডাকাতির ছুরিকাঘাতে আহতদের একজন বলেছেন, সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কের গুপ্তপীরের কবরের কাছে রাত পৌনে ৯টার দিকে ২০/২২ জনের সশ্বস্ত্র ডাকাতদল রাস্তার ওপর বৈদ্যুতিক খুটি ফেলে ব্যারিকেড সৃষ্টি করে। এর পর ডাকাতদল ৪টি ট্রাক, ১টি প্রাইভেট কার, ৩টি মিশুক ও ৩টি মোটরসাইকেলসহ ২০/২৫টি বাইসাইকেলের গতি রোধ করে গণডাকাতি শুরু করে। এ সময় ডাকাত দলের ছুরিকাঘাতে অন্তত ৩০ জন আহত হন। পরে আহতদের চিৎকারে গ্রামবাসীরা ছুটে আসলে ডাকাত দল পালিয়ে যায়। পরে গুরুতর আহত জাকির হোসেন (৪৪), লিটন (৩৫), সাইদুর রহমান (৫০), চঞ্চল (২৭), রাহুল (২৬), কামরুল (২২), ইনামুল হক (২২) ও অভি সরকারকে (২৪) উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জাকির হোসেন আরও বলেন, ডাকাত দল মাত্র ২০ মিনিটের ভেতর যানবাহনগুলোর গতি রোধ করে প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে। ডাকাত দলের হাতে পিস্তল, বোমা ও ধারালো হাসুয়া থাকায় প্রথমে কেউ চিৎকার করতে পারেনি।

ডাকাতদলের ছুরিকাঘাতে গুরুতর জখম জাকির হোসেনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কুমিল্লার খেতাসার দুদু মিয়ার ছেলে। তিনি বলেছেন, আমি এসিআই সিড কোম্পানির দক্ষিণ অঞ্চলীয় ম্যানেজার। বুধবার ৩ জন সহকর্মীকে সাথে নিয়ে প্রাইভেটকারযোগে জীবননগরের এজেন্টদের সাথে দেখা করি। সেখান থেকে চুয়াডাঙ্গায় ফেরার পথে ডাকাতির শিকার হই। প্রথমে বুঝিনি সন্ধ্যা রাতে সড়কে ডাকাতি হচ্ছে। সেখানে পৌঁছে দেখি ডাকাতদল তাণ্ডব চালাচ্ছে। মারছে। ছুরিকাঘাতে আহত করে যার কাছে যা পচ্ছে তাই ছিনিয়ে নিচ্ছে। আমাকে কোপ মারে। হাত দিয়ে ঠেকাতে গেলে কবজিতে লাগে। ভেন কেটে গুরুতর জখম হই। সহকর্মীরাও আহত হয়েছে। প্রায় ১৪ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। ল্যাপটপটা ঝড়ের মধ্যে ছুড়ে ফেলি। পরে পুলিশ পৌঁছে তা উদ্ধার করে।

এ ব্যাপারে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (তদন্ত) গোলাম মোহাম্মদ জানান, ডাকাত দলের সদস্যদেরকে গ্রেফতারে অভিযান চলছে।

Leave a comment