চুয়াডাঙ্গার কোটালীতে স্কুলছাত্রী তুলে নিয়ে যাওয়ার ঘটনায় অপহরণ মামলা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার কোটালী গ্রামে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় ৩ জনকে আসামি করে অপহরণ মামলা দায়ের করেছেন স্কুলছাত্রীর পিতা। অভিযুক্তরা দিয়েছে গা ঢাকা।

অভিযোগে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের কোটালী দর্শনাপাড়ার কোটালী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে প্রায় তাকে উত্যাক্ত করতো একই পাড়ার মনতাজের ছেলে ওমিদুল ইসলাম। স্কুলছাত্রীর পিতা অভিযোগ করে বলেন, আমার মেয়ে গত রোববার স্কুলে যাওয়ার পথে ওমিদুলের নির্দেশে একই পাড়ার আশাদুলের ছেলে সাইফুল ও ইদবারের ছেলে হাবিব মোটরসাইকেল যোগে তাকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে গতকাল বুধবার চুয়াডাঙ্গা সদর থানায় ওমিদুল, সাইফুল ও হাবিবের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেছেন। তবে গ্রামবাসী জানিয়ে, বিষয়টি প্রেম ঘটিত। তারা বিয়ে করে গত মঙ্গলবার বাড়িতেও ওঠে। মামলার কথা জানতে পেরে গা ঢাকা দিয়েছে।

 

Leave a comment