বর্তমান কমিটির নেতৃত্বে সন্তোষ প্রকাশ : ঐক্যের গুরুত্বারোপ
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা প্রেসক্লাবের বর্তমান কমিটির গতিশীল নেতৃত্বে সন্তোষ প্রকাশ করে প্রকৃত সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে আরো আন্তরিক হওয়ার আহ্বান জানানো হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় প্রেসক্লাব সম্মেলনকক্ষে এক চাচক্রে স্থানীয় সংবাদপত্রের সম্পাদক ও ক্লাবের সাধারণ সদস্যরা এ আহ্বান জানিয়ে ঐক্যের গুরুত্বারোপ করেন।
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক সরদার আল আমিন চা চক্রের আমন্ত্রণ করেন। উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি প্রবীণ সাংবাদিক মাহাতাব উদ্দীন, প্রেসক্লাবের সহসভাপতি এনটিভি প্রতিনিধি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাছরাঙ্গা টিভি ও রেডিও টুডে প্রতিনিধি ফাইজার চৌধুরী, দৈনিক জনকণ্ঠ ও চ্যানেল আই প্রতিনিধি রাজিব হাসান কচি, প্রথম আলো প্রতিনিধি শাহ আলম সনি, একাত্তর টিভি প্রতিনিধি এমএ মামুন, প্রবীণ সংবাদিক আব্দুল মজিদ জিল্লু, এটিএন প্রতিনিধি রফিক রহমান, প্রেসক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক দৈনিক নওরোজ প্রতিনিধি ইসলাম রকিব, দেশটিভি প্রতিনিধি খাইরুজ্জামান সেতু, একুশে টিভি প্রতিনিধি আতিয়ার রহমান, এশিয়া টিভি প্রতিনিধি সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিট সেক্রেটারি আব্দুস সালাম, বাংলার চোখ প্রতিনিধি রানা কাদির, প্রেসক্লাব সদস্য আলমগীর কবির শিপলু, চ্যানেল নাইন প্রতিনিধি উজ্জ্বল মাসুদ, দৈনিক মাথাভাঙ্গার সহসম্পাদক আব্দুস সালাম, দৈনিক আকাশ খবর সম্পাদক অ্যাড. তছিরুল আলম মালিক ডিউক, নির্বাহী সম্পাদক তানজির আহম্দে রনি, দৈনিক আমাদের সংবাদ সম্পাদক রুহুল আমিন রতন, সময়ের সমীকরণ সম্পাদক শরিফু্জ্জামান শরিফ, বার্তা সম্পাদক নাজমুল হক স্বপন, ডেইলি অবজারভার প্রতিনিধি আবুল হাসেম প্রমুখ বক্তব্য রাখেন।
চা চক্রের আলোচনায় চুয়াডাঙ্গার সাংবাদিকতার মান বৃদ্ধির বিষয়টিও উঠে আসে। স্থানীয় সংবাদপত্র সম্পাদক প্রকাশকদের একটি ফোরাম গঠনের মাধ্যমে তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের আচরণ ও কর্মকাণ্ডে সাংবাদিকতার ভাবমূর্তি যাতে অক্ষুণ্ণ থাকে সেদিকেও বিশেষ নজর দেয়ার তাগিদ দেয়া হয়। বক্তারা চুয়াডাঙ্গা প্রেসক্লাব থেকে কিছু সদস্যের পদত্যাগ এবং নির্বাচনে পরাজয়ের পর বিভক্তির প্রসঙ্গেও বিস্তারিত আলোকপাত করেন। তারা বলেন, ঐক্যের গুরুত্ব অপরিসীম। ফলে প্রকৃত সাংবাদিকেদের ভুল ভাঙিয়ে ফেরানোর উদ্যোগ উদারতারই অংশ। আমরা বিশ্বাস করি প্রকৃত সাংবাদিকরা নিজেদের স্বার্থেই ঐক্যবদ্ধ হয়ে নিজদের পেশাগত পরিবেশ সুন্দর করে তুলবেন, তেমনই চুয়াডাঙ্গার উন্নয়নে অবদান রাখবেন।