স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় দ্বিতীয় শ্রেণির ছাত্রী ঐশি খাতুনকে (৮) পিটিয়ে জখম করেছে মহিমা খাতুন অক্সফোর্ড মডেল স্কুলের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম জান্টু। আহত ঐশি খাতুন চুয়াডাঙ্গা জেলা শহরের বঙ্গজপাড়ার বখতিয়ার হোসেনের মেয়ে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের দৌলতদিয়াড় স্কুলপাড়ায় ঘটনাটি ঘটে।
আহতের মায়ের অভিযোগ, গতকাল সকালে ঐশি স্কুলে গেলে হাতের লেখা ভালো না হওয়ার কারণে প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম তার মেয়েকে টিনের স্কেল দিয়ে শরীরে অনেকগুলো আঘাত করে। পরে স্কুল ছুটির পর বাড়িতে গিয়ে ঐশি কান্নাকাটি করলে তার পোশাক খুলে দেখা যায় শরীরে নির্মম আঘাতের চিহ্ন। পরে তার শরীরে জ্বর চলে এলে স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নেয়া হয়।
এদিকে বিষয়টি জানাজানি হলে অভিভাবকমহলে আলোচনার ঝড় ওঠে। এর আগেও ওই শিক্ষক নাকি এরকম ঘটনা ঘটিয়েছেন বলে অনেকে মন্তব্য করেছেন। তাছাড়া বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য আলুকদিয়া ইউপির ৯ নং ওয়ার্ড সদস্য সেলিম উজ্জামান অনেক চেষ্টা করেছেন।
প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম জানান, তার ভুল হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ভুল আর হবে না। ছাত্রীর পিতা বখতিয়ার হোসেনের নিকট ক্ষমা প্রার্থনা করেন। এ কারণেই তিনি আর মামলার পথে হাঁটেননি।
উল্লেখ্য, ইতঃপূর্বেও একই স্কুলের একই শিক্ষক শিক্ষার্থীকে নির্মম নির্যাতন করে জনরোষে পড়েন। সেবারও তিনি ক্ষমা চেয়ে পার পান। বারবার একই ব্যক্তির একই ধরনের অন্যায়ের পরও পার পাওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিভাবকদের অনেকেই ওই বিদ্যালয় বিমুখ হতে শুরু করেছে বলেও স্থানীয়দের অনেকে জানিয়েছেন।