স্টাফ রিপোর্টার: টিভি দর্শকদের নাচে-গানে মাতোয়ারা করতে ‘বাংলাদেশি আইডল’ মঞ্চে আজ উঠছেন শীর্ষ ছয় প্রতিযোগী। কারণ গালা রাউন্ডের এ পর্বের বিষয় নাচের গান। দেশের জনপ্রিয় সব বাংলা গান যা নাচের গান হিসেবে পরিচিত সেই গানগুলোই গাইবেন ছয় প্রতিযোগী। ‘বাংলাদেশি আইডল’ শীর্ষ ছয়ে পারফর্ম করবেন আঁচল, আরিফ, তালহা, তুরিন, মং ও মন্টি। তাদের এ পারফর্মেন্সের ভিত্তিতে দর্শক ভোটে একজন বাদ পড়বেন প্রতিযোগিতা থেকে।
এই পর্বে ‘বাংলাদেশি আইডল’র চারজন বিচারক ফেরদৌসী রহমান, এন্ড্রু কিশোর, আইয়ুব বাচ্চু এবং মেহরীনের সাথে অতিথি বিচারক হয়ে আসছেন চিত্রনায়ক ফেরদৌস ও ছোটপর্দার অভিনেত্রী সোহানা সাবা। এসএ টিভির পর্দায় আজ রাত ৮টায় ‘বাংলাদেশি আইডল’র এই বিশেষ পর্ব সম্প্রচারিত হবে।