আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়মাঠে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ইউনিয়ন পর্যায়ের বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উদ্বোধনী দিনে আমঝুপি গন্ধরাজপুর একাদশ বালক আমঝুপি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে। খেলার উদ্বোধন করেন আমঝুপি বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।