ঝিনাইদহের বাজার গোপালপুরের জুয়েলারি ব্যবসায়ী নিখোঁজের পুঁজি করে দালাল চক্রের দৌরাত্ম্য বৃদ্ধি

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বাজার গোপালপুর গ্রামের জুয়েলারী ব্যবসায়ী গউর কুমার পালের ছেলে বিজয় কুমার পাল (৩৫) নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে এলাকার দালাল চক্রের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। দালাল চক্র ওই এলাকার বিভিন্ন ব্যক্তির নিকট মোবাইলফোন দিয়ে ব্যবসায়ী নিখোঁজের ঘটনায় ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি সদর থানার (ওসি) তদন্ত কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

বিজয়ের বড় ভাই সঞ্জয় কুমার জানান, ঘটনার দিন চোরকোল বাজরে ব্যবসার কাজের উদ্দেশে বের হয়ে বাড়ি ফিরে না এলে পরদিন ৫ মে ঝিনাইদহ সদর থানায় একটি হারানো জিডি করা হয়। বিজয়ের ব্যবহৃত মোবাইলফোনটি বন্ধ রয়েছে। আবার ডিসকভারি -১২৫ সিসি মোটরসাইকেল (ঝিনাইদহ-হ-১২-৫৬৭৩) হদিস মিলছে না। আবার পুলিশ বিজয়ের মোবাইলফোন ট্র্যাকিং করে মহেশপুরের বাঘাডাঙ্গা এলাকার অবস্থান জানতে পেরেছে বলে জানিয়েছে। এদিকে বিজয় কুমার পাল নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে এলাকার দালাল চক্রের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। তারা ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। নিখোঁজের ঘটনাকে পুঁজি করে অর্থবাণিজ্যের অভিযোগ শুনে বিজয়ের পরিবারের লোকজন মর্মহত হয়েছেন।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জনান, খোঁজখবর নিয়ে  দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বিজয় নিখোঁজের বিষয়ে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপিনাথ কানজিলাল জানান, জিডির বিষয়ে আমরা আন্তরিক। তবে পরিবারের পক্ষ থেকে অপহরণ করা হয়েছে কি-না কোনো তথ্য দিতে পারেনি।

Leave a comment