গাংনীতে বোমা দুটি বোমাসাদৃশ্য বস্তু উদ্ধার

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার চিৎলা মাধ্যমিক বিদ্যালয় থেকে দুটি বোমাসদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে গাংনী থানা পুলিশের একটি দল উদ্ধার করে পানি ও বালিভর্তি পাত্রে প্রাথমিকভাবে নিষ্ক্রীয় করে। গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, চিৎলা মাধ্যমিক বিদ্যালয়ের বাথরুম ও অফিসকক্ষের বাইরে দুটি বোমাসদৃশ্য বস্তু দেখে শিক্ষকরা পুলিশে খবর দেয়। পরে পুলিশের একটি দল সেখান থেকে উদ্ধার করে পানি ও বালিভর্তি বালতিতে চুবিয়ে প্রাথমিকভাবে নিষ্ক্রীয় করে। নাশকতা সৃষ্টির লক্ষ্যে দুর্বৃত্তরা এগুলো রাখতে পারে বলে ধারণা করছে পুলিশ। বোমাসাদৃশ্য বস্তু দুটি থানায় এনে খোলা হয়। এর মধ্যে ইটের খোয়া ও সুরকি পাওয়া গেছে। লাল টেপ দিয়ে এটিকে বোমার মতো তৈরি করে বোমাভীতি সৃষ্টি করা হয়েছে বলে জানান ওসি।

Leave a comment