মেহেরপুর ও মুজিবননগরে মা দিবসের আলোচনাসভা

 

মাথাভাঙ্গা ডেস্ক: গতকাল ছিলো মে মাসের দ্বিতীয় রোববার। মা দিবস। মাকে ভালো বাসতে, মায়ের প্রতি যত্মবান হতে, মায়ের প্রতি কর্তব্যপরায়ন হতে সন্তানের কোনো বিশেষ দিনক্ষণের দরকার হয় না। এরপরও আন্তর্জাতিক মা দিবসে অন্তত মাকে স্মরণ করা, মায়ের জন্য কিছু করার তাগিদ দেয়। এবারের মা দিবসও দিয়েছে তাই। চুয়াডাঙ্গা মেহেরপুরসহ সারাদেশেই মা দিবস উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়।

মেহেরপুর অফিস জানিয়েছে, জেলা তথ্য অফিসের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদফতরের সার্বিক সহযোগিতায় সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ ও উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরনের লক্ষ্যে মেহেরপুরে মা দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যলয়ের হলরুমে মেহেরপুর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা একেএম শফিউল আযমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) খায়রুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার রোস্তম আলী, জেলা সমাজসেবার উপপরিচালক দেলোয়ার হোসেন, মেহেরপুর জেলা উন্নয়ন ফোরামের সভাপতি রফিক-উল আলম, সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে জেলার মহিলা বিষয়ক বিভিন্ন সংগঠন ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, দিবসটি উপলক্ষে আলোচনাসভা করেছে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় ও উপজেলা প্রশাসন। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি ৱ্যালি শুরু হয়ে প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। উপজেলা হলরুমে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. হেমায়েত উদ্দিন। সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম। বক্তব্য রাখেন কৃষি অফিসার মুহা. মোফাকখারুল ইসলাম, শিক্ষা অফিসার গোলাম ফারুক প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন অফিসের কর্মকর্তা ও স্বপ্ন প্যাকেজের মায়েরা এবং বিভিন্ন মহিলা সংগঠনের সদস্য বৃন্দ ।

ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, সম্মেলনকক্ষে আমন্ত্রিত অতিথি ভর্তি। চলছে মা দিবসের আলোচনাসভা। প্রধান অতিথির বক্তব্য শুরু করার ২ মিনিট পরেই মাকে স্মরণ করে শিশুর মতোকেঁদে ফেললেন ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। তার কান্না দেখে অবাক সভাকক্ষ ভর্তি অতিথিবৃন্দ। কারও দিকে কেউ তাকাতে পারছেন না। জেলা প্রশাসকের এমন কান্না দেখে সবার চোখেই পানি এসে গেলো। ১ মিনিটের নিরবতা শেষে আবারো বক্তব্য শুরু করলেন তিনি। রোববার সকালে বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনাসভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন তিনি। ঝিনাইদহ মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু ইউসুফ মো. রেজাউর রহমান, ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন, হোসনে আরা খন্দকার, ফজর আলী স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষিকা নাদিরা আক্তার, নাজমা খাতুন, নার্স আয়শা খাতুন, শফিকুল ইসলাম, নাসরিন ইসালাম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম।