ব্যক্তিগত দ্বন্দ্বেই ইউপিতে সংঘাত

 

 

স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সংঘর্ষ ও হামলার ঘটনা ব্যক্তিগত দ্বন্দ্বের কারণেই ঘটেছে, রাজনৈতিক দ্বন্দ্বে নয়। গতকাল রোববার বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। শনিবারের সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ঠিকমত দায়িত্ব পালন করেছে। আপনারা (সাংবাদিক) দেখেছেন, রাজশাহী বাগমারায় যে ঘটনা ঘটেছে। আমরা প্রথমে শুনেছি অনেক মানুষ মারা গেছেন। কিন্তু পরে জানতে পারি দুজন মারা যান। একজন হার্ট হ্যাটাকে, অন্যজন গোলাগুলিতে মারা যান।

তিনি আরো বলেন, দুজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বিরোধের জের ধরে এই সংঘর্ষ হয়। কুমিল্লার ঘটনা উল্লেখ করে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, সেখানেও দুজন প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়। এসব সংঘর্ষ রাজনৈতিক দ্বন্দ্ব থেকে নয়। ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে হয়েছে বলেই তিনি উল্লেখ করেন। ইউপি নির্বাচনে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে উল্লেখ করে তিনি বলেন, আমাদের পাশ্ববর্তী দেশ ভারতেও এ ধরনের সংঘর্ষ ঘটে থাকে। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ‘বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস’ উপলক্ষে এক আলোচনাসভা ও রেড ক্রিসেন্ট অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, শনিবার অনুষ্ঠিত চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে বিভিন্ন স্থানে সংঘর্ষ ও হামলায় অন্তত ছয়জনের মৃত্যু হয়।