স্টাফ রিপোর্টার: গত শুক্রবার সন্ধ্যায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সমসাবাদ (হাড়ীপাড়া) গ্রামের পুজা (১০) নামের এক শিশু স্প্রে করা লিচু গাছের লিচু খেয়ে মারা গেছে। থানা সূত্রে জানা যায়, উপজেলার ধরঞ্জী ইউনিয়নের সমসাবাদ (হাড়ীপাড়া) গ্রামের নরত্তমের মেয়ে পুজা বাড়ির পার্শ্বে লিচু গাছ থেকে পড়ে যাওয়া লিচু খাচ্ছিল। কয়েক দিন আগে ওই গাছে কীটনাশক স্প্রে করা হয়েছিলো। একপর্যায়ে পুজা অসুস্থ হয়ে পড়লে মুমূর্ষু অবস্থায় উপজেলা সদরের এক চিকিত্সকের কাছে নিয়ে এলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। পাঁচবিবি থানার ওসি (তদন্ত) কিরণ চন্দ্র রায় বলেন, এ ব্যাপারে পাঁচবিবি থানায় ইউডি মামলা হয়েছে।