যশোরে ছুরিকাঘাতে পূজা পরিষদ নেতার ছেলেকে খুন

 

স্টাফ রিপোর্টার: যশোরে পূজা উদ্যাপন পরিষদ নেতার ছেলে মুরারী মোহন মজুমদারকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গত শুক্রবার রাতে তাকে ছুরিকাঘাত করা হয়। শনিবার বিকেলে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। মুরারী যশোর সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি রবীন্দ্রনাথ মজুমদারের ছেলে।

সূত্র মতে, শহরের খালধার রোড এলাকার বাসিন্দা মুরারী রাত সাড়ে ১০টার দিকে বেনাপোল থেকে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে যশোর সদরের মালঞ্চী নামক স্থানে ৪/৫ জন সন্ত্রাসী পথরোধ করে তাকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

কোতোয়ালি মডেল থানার এসআই মোকাদ্দেছ আলী জানান, গতকাল সন্ধ্যা পর্যন্ত কেউ মামলা করেনি। এদিকে এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত উল্লেখ করে যশোর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল সমাদ্দার ও সাধারণ সম্পাদক দেবেন্দ্র নাথ ভাস্কর এক বিবৃতিতে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

Leave a comment