দামুড়হুদার বাঘাডাঙ্গায় বোমা হামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার

 

ভ্রাম্যমাণ সংবাদদাতা: দামুড়হুদার  কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা  খ্রিস্টান পল্লিতে বোমা হামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার মো. রশীদুল হাসান। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ঘটনাস্থলে আসেন এবং হামলার শিকার গৃহকর্তা আলম মণ্ডলের খোঁজখবর নেন এবং এ ঘটনার সাথে যারা  জড়িত তাদেরকে খুঁজে বের করা হবে আশ্বাস দেন। এ সময় উপস্থিত দামুড়হুদা মডেল থানা অফিসার ইনচার্জ মো. লিয়াকত আলী কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের এসআই জিয়াউল হক এএসআই মুহিত। উল্লেখ্য, গত সোমবার রাতে দামুড়হুদার বাঘাডাঙ্গা খ্রিস্টান পল্লিতে ডাকাতির চেষ্টাকালে জনগণের প্রতিরোধের মুখে পরপর ৬ শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। বোমার আঘাতে গৃহকর্তা আলম মণ্ডলসহ ৩ জন আহত হয়। আলম মণ্ডল  চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা সঙ্কটাপন্ন।

Leave a comment