ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র গ্রামে গৃহবধূ পালিয়ে যাওয়ার হিড়িক পড়েছে। গত শনিবার রাতে শঙ্করচন্দ্র মাঝের পাড়ার মাহাম্মদের ছেলে লান্টুর স্ত্রী ২ সন্তানের জননী সাবানা খাতুন (২৩) স্বামী-সন্তান ফেলে স্বামীর বাড়ী থেকে পালিয়ে গেছে। গৃহবধূর পিতার বাড়ি কুতুবপুর ইউনিয়নের ভুলটিয়া গ্রামে। তবে কোথায় গিয়েছে তার কোনো খোঁজখবর জানা যায়নি। গ্রামবাসী জানায়, গৃহবধূ সাবানার সাথে প্রতিবেশী দাউদের ছেলে লিটনের অবৈধ সম্পর্ক ছিলো। প্রায় দেড় বছর আগে স্ত্রী সাবানার সাথে অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে লিটনের নামে চুয়াডাঙ্গা সদর থানায় অভিযোগ করেন স্বামী লান্টু। গ্রামের মাতব্বরদের আশ্বাসে আবারও থানার অভিযোগ তুলে নিয়ে স্ত্রীকে নিজ ঘরে ফিরিয়ে আনেন লাল্টু। এর মধ্যে কোনো কারণ ছাড়াই গত শনিবার রাতে পালিয়ে গেছে স্ত্রী সাবানা।
অপরদিকে গত শনিবার রাত ১০টার দিকে ডিঙ্গেদহ এশিয়াপাড়ার আবু কালামের স্ত্রী ২ সন্তানের জননী ছাবিনা স্বামীর ঘর ছেড়ে পালিয়ে পিতার বাড়িতে চলে গেছে। গ্রামবাসী জানায়, এশিয়াপাড়ার কালামের বাড়ির নিকট কচুক্ষেতের মধ্যে স্ত্রী ছাবিনা খাতুন শঙ্করচন্দ্র মাঝেপাড়ার বাবুর আলীর ছেলে আনুর (৩০) সাথে অসামাজিক কাজে লিপ্ত হলে পাড়ার শাহেদ, মহিতসহ কয়েকজন দেখে ফেলে ধরার চেষ্টা করলে কালামের স্ত্রী ছাবিনা মাঠ দিয়ে পালিয়ে গাড়াবাড়িয়ায় পিতার বাড়িতে চলে যায়। এ ব্যাপারে কালামে স্ত্রী সাবিনা বলেন, আনু তার গলায় ছুরি ধরে কচুক্ষেতে নিয়ে যেতে বাধ্য করেছে। তবে এলাকাবাসী জানিয়েছে সাবিনার চরিত্র ভালো না। এর আগে ছাবিনার নামে অনেক অভিযোগ আছে। বিষয়টি নিয়ে গ্রামে আলোচনার ঝড় বইছে।