ডিঙ্গেদহ প্রতিনিধি: অভিনব কায়দায় গোডাউনের তালা ভেঙে গোডাউনের ভেতরে থাকা মালামাল ওজন করা লোহার পাথর চুরি করে যাওয়ার সময় টহল পুলিশের হাতে ধরা পড়েছে চুয়াডাঙ্গা ঈদগাপাড়ার মৃত ইসলাম মণ্ডলের ছেলে মন্টু (৪০)। ঘটনাটি ঘটেছে গত সোমবার ভোর ৪টার দিকে ডিঙ্গেদহ মোকামতলায়।
জানা গেছে, চুয়াডাঙ্গা ঈদগাপাড়ার মৃত ইসলাম মণ্ডলের ছেলে চোর মন্টু ডিঙ্গেদহ মোকামতলায় অবস্থিত তহশিলদার কামালের গোডাউনের তালা ভেঙে গোডাউনের ভেতরে থাকা মালামাল ওজন করার জন্য ২০ কেজি ওজনের পাথর ২টি এবং ১০ কেজি ওজনের পাথর ১টি বস্তার মধ্যে পুরে বাইসাইকেলে বেধে চলে যাওয়ার সময় টহল পুলিশ সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ এএসআই হাদিউজ্জামানের সামনে পড়ে এবং সন্দেহ হলে বস্তাটি চেক করার জন্য এগিয়ে এলে সাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাকে তাড়িয়ে ধরে। গতকাল মঙ্গলবার তাকে সদর থানায় সোপর্দ করা হয়।