স্টাফ রিপোর্টার: ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের বাগাট বাজার বণিক সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী মোল্লার নাতি তকি মোল্লা (৫) এবং নাতনী তাহেরা (৬ মাস) গতকাল সোমবার ভোরে ঘুমন্ত অবস্থায় রহস্যজনকভাবে মারা গেছে। তাদের পিতার নাম আব্দুল্লাহ-আল মামুন সাপলু।
জানা গেছে, উপজেলার বাগাট ইউনিয়নের পূর্ব চর-বাগাট গ্রামের ইউসুফ হোসেন মোল্লার বড় পুত্রবধূ তাছলিমা প্রতিদিনের ন্যায় দুই শিশু সন্তান নিয়ে ঘুমিয়ে পড়ে। শেষ রাতের দিকে শিশু কন্যাকে বুকের দুধ খাইয়ে ফজরের নামাজ আদায় করে পারিবারিক কাজে ব্যস্ত হয়ে পড়েন। দীর্ঘ সময় শিশুদের সাড়া-শব্দ না পেয়ে তাদের ফুপু শোবার ঘরে গিয়ে শিশুদের মৃত অবস্থায় পান। শিশুদের মা জানান, এটা আল্লাহর ফায়সালা। মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য সোমবার সকালে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করেছেন।