জীবননগর মোক্তারপুরে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার মোক্তারপুর গ্রামে বিরোধপূর্ণ একটি বাগান হতে জোরপূর্বক গাছ কেটে নেয়ার অভিযোগ করা হয়েছে। গাছ কাটাকালে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা সটকে পড়ে বলে জানা গেছে।

মোক্তারপুর গ্রামের মৃত হাজি আনছার আলীর ছেলে আরিফুর রহমান লিটন অভিযোগ করে বলেন, তাদের একটি বাগান নিয়ে আদালতে মামলা রয়েছে। মামলা চলাকালে একই গ্রামের আতিয়ার রহমান আতি গতকাল সোমবার বিরোধপূর্ণ জমি হতে লোকজন নিয়ে মূল্যবান ৫টি গাছ কাটে। এ অবস্থায় তিনি থানাতে অভিযোগ করলে এসআই সাজ্জাদ হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

Leave a comment