দামুড়হুদা চিৎলায় দিনমজুরকে কুপিয়ে জখম

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদা চিৎলার দিনমজুর আব্দুর রবের দু পা, বাম হাত ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে গ্রাম সংলগ্ন মাঠে তাকে কুপিয়ে জখম করা হয়।

আব্দুর রব চিৎলার মুলুক চাদের ছেলে। সে অভিযোগ করে বলেছে, প্রতিবেশী ফজলুর পাট নিড়ানোর কাজে মাঠে গিয়েছিলাম। দুপুরে মাঠে পেয়ে গ্রামেরই হারানের ছেলে সাইদুল ও মইদুল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। কেনো? সদোত্তর দিতে পারেনি। তবে পূর্ব বিরোধের জের ধরে কুপিয়ে  জখম করার ঘটনা ঘটে বলে সূত্র জানিয়েছে।

Leave a comment