মেহেরপুর অফিস: মেহেরপুর ডিবি পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে ১৫ বোতল ফেনসিডিল ও একশ গ্রাম গাঁজা উদ্ধারসহ ৩ ব্যক্তিকে আটক করেছে। গতকাল বুধবার সন্ধ্যারাতে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর ডিবি পুলিশের এসআই রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশ মেহেরপুর সদর উপজেলার গোভীপুর-বুড়িপোতা সড়ক থেকে ১৫ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ দু ব্যক্তিকে আটক করে। আটককৃত হলো চুয়াডাঙ্গার আলমডাঙ্গা এলাকার হাবিবুর রহমানের ছেলে মিজানুর রহমান (৩২) ও কুতুবউদ্দিনের ছেলে রাইয়ান (৩০)। একই রাতে ডিবি পুলিশ গোভীপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের আফিলের ছেলে তাজেরউদ্দিনকে (৪৭) আটক করে।