বদরগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা সদরের বদরগঞ্জ বাজারের পুলিশ বক্স তুবড়ে দিয়েছে ট্রাক। গত মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহমুখী একটি মালভর্তি ট্রাক (কুষ্টিয়া ট-১১-০০৪৬) বিপরিতমুখী আরেকটি ট্রাকের সাথে ধাক্কা মারে। ফলে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ বক্সটি গুঁড়িয়ে দেয়।
এ ব্যাপারে বদরগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু জানায়, ট্রাকের ধাক্কায় পুলিশ বক্সটি ভেঙে পড়ার পাশাপাশি ঘরে থাকা অনেক জিনিসপত্র বিনষ্ট হয়েছে। চুয়াডাঙ্গার ট্রাক মালিক মিজানুর রহমানের সাথে আমাদের কথা হয়েছে, পুলিশ বক্স নিমার্ণ ও অপর একটি ট্রাকের সামনে যে ক্ষতি হয়েছে তা মেরামত করে দেয়ার আশ্বাস দিয়েছেন।