আলমডাঙ্গার খাদিমপুরে দারিদ্র্য বিমোচন কর্মসূচির কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ

 

ভালাইপুর প্রতিনিধি: আলমডাঙ্গায় ইউনিয়ন পর্যায়ে খাদিমপুরে অতিদরিদ্র কর্মসংস্থান কর্মসূচির কার্যক্রমে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। খাদিমপুর ইউনিয়নে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের অধীন ৪০ দিনের কর্মসূচির আওতায় দারিদ্র্য বিমোচন কর্মসূচির কাজের নামে চলছে ব্যাপক অনিয়ম। অভিযোগকারীরা বলেন, কর্মসূচির এই কাজ সব সময় ইউনিয়ন প্রতিনিধিরা করে থাকেন। এবার নির্বাচনের কারণে কর্মসূচির কাজ তত্ত্বাবধান করছেন ইউপি সচিব শামীম রেজা ও স্থানীয় যুবলীগ নেতা আলীম হোসেন। নিয়ম অনুযায়ী কর্মসূচির কাজে প্রতিদিন ২শ টাকা হাজিরায় ২০ জন করে লেবার থাকার কথা। কিন্তু তারা ৮ জনকে দিয়ে কাজ করিয়ে বাকি টাকা আত্মসাৎ করছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ২ নং ওয়ার্ডের কাজ চলছে খাদিমপুর গ্রামের বানাতখালী নামক স্থানে। সেখানে ২০ জনের পরিবর্তে কাজ করছেন মাত্র ৮ জন। তাদের কাছে আর লেবার কোথায় জানতে চাইলে তারা বলেন, আজ আসেনি। কিন্তু এলাকাবাসী বলেন তারা প্রত্যেক দিনই এই ৮ জনকে দিয়েই কাজ সারেন। তবে দু-একদিন ১০ জনও হয়। এই ওয়ার্ড ছাড়াও ইউনিয়নের আরও দুই জায়গায় একই রকম অভিযোগ পাওয়া গেছে। এদিকে গত বৃহস্পতিবার সোনালী ব্যাংকের গোকুলখালী শাখায় টাকা তুলতে এসে একেকজন লেবারকে দিয়ে কয়েকবার ভুয়া নামে টাকা উত্তোলন করানো হয়। কর্মসূচির কাজ সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে এলাকাবাসী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।