স্টাফ রিপোর্টার: ঢাকার কলাবাগানে জোড়া খুনের ঘটনায় তিন খুনিকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল শুক্রবার সকালে ধানমণ্ডির নিজ বাসভবনে সাংবাদিকদের একথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জোড়া খুনে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তদন্ত সঠিক পথে এগুচ্ছে। কয়েকদিন পর সব জানাবো।’ তবে শনাক্ত ৩ খুনির বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলতে রাজি হননি স্বরাষ্ট্রমন্ত্রী। গত সোমবার বিকেলে কলাবাগানের নিজ বাসায় খুন হন যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএস এইডের কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব তনয়। দুর্বৃত্তরা তাদের কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় জুলহাজের বড় ভাই মিনহাজ মান্নান ইমন বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ে ৫ থেকে ৬ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি ডিবি পুলিশ তদন্ত করছে। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সিনিয়র সহকারী কমিশনার হাসান আরাফাত বলেন, তারা বেশ কয়েকজনকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছেন। এজন্য অভিযানও শুরু হয়েছে।