ক্রীড়া প্রতিবেদক: তরুণ সঙ্ঘ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত সিক্স-এ সাইড ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। সাদেক আলী মল্লিকপাড়ার সাদ্দামমাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাবিল হোসেন জোয়ার্দ্দার।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টুর্নামেন্টে ৬টি দল অংশ নেয়। মাথাভাঙ্গা রয়েলস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। রানারআপ হয়েছে ভৈরব কিংস। ট্রফি গ্রহণ করেন চ্যাম্পিয়ন দলের অধিনয়ক সুজন ও টুর্নামেন্ট সেরার ট্রফি জীবন হোসেন। প্রধান অতিথি ট্রফি তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক আসাবুল শেখ সুজন। সভাপতিত্ব করেন তরুণ সঙ্ঘ স্পোর্টিং ক্লাবের সভাপতি আনিসুর রহমান জেমস। সার্বিক সহযোগিতায় ছিলেন উজ্জ্বল।