মাথাভাঙ্গা মনিটর: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটযুদ্ধ অনুষ্ঠিত হবে আজ শনিবার। এদিন রাজ্যের সবচেয়ে নজরকাড়া আসনগুলোতে ভোটগ্রহন হবে। আজ যেসব আসনে ভোট হবে তার মধ্যে আলোচনার শীর্ষে আছে ভবানীপুর আসন। কারণ তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই লড়াই করছেন এই আসন থেকে। তার প্রতিপক্ষ কংগ্রেসের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সি। শহরের বাকি তিন আসনেও কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে। এগুলো ২০১৬ বিধানসভা ভোটের সবচেয়ে আলোচিত কেন্দ্র। ভবানিপুরে বিজেপি প্রার্থী দিয়েছে চন্দ্রকুমারকে। এবারের নির্বাচনে মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে কংগ্রেস ও বামেরা। তারা একজোট হয়ে চেষ্টা করছে যাতে তৃণমূল কংগ্রেস আর ক্ষমতায় আসতে না পারে। ষষ্ঠ দফার ভোটগ্রহণ হবে ৫ মে। আর চুড়ান্ত ফল জানা যাবে ১৯ মে।