কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার আলাপুরে নির্বাচনী সহিংসতায় লাল্টু মোল্লা (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন আহত হয়েছেন কমপক্ষে ১৫জন। আহতদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার আলাপুর ইউনিয়নের দহকুলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত লাল্টু মোল্লা দহকুলা গ্রামের সোহরাব মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, গত বুধবার বিকেলে দহকুল বাজারে জেলা আওয়ামী লীগের নির্বাচনী জনসভা হয়। সেখানে জেলার নেতারা বিদ্রোহী প্রার্থীদের দেখে নেয়ার ঘোষণা দেয়। এরপর থেকে শুরু হয় উত্তেজনা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আলামপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান বিশ্বাসের লোকজন হঠাত করেই স্বতন্ত্র প্রার্থী শেখ সিরাজ উদ্দিনের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনার জের ধরে দুই চেয়ারম্যান প্রার্থীর লোকজন মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সিরাজ চেয়ারম্যানের সমর্থক লাল্টু মোল্লাসহ অন্ততপক্ষে ১৫জন আহত হন। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক লাল্টু মোল্লাকে মৃত ঘোষণা করেন। লাল্টু মোল্লার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় পুনরায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষ শুরু হয়। পরে অতিরিক্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে নিহতের পরিবার ওই হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বিশ্বাসকে দায়ী করেছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন জানান, পরিস্থিতি শান্ত করে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে নিয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, আগামী ৭ মে চতুর্থ ধাপে ওই ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা রয়েছে।