স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বৃষ্টির অনুকূল পরিবেশ সৃষ্টি হলেও শেষ পর্যন্ত মেঘগুলো বৃষ্টি ঝরায়নি। গরম কাটেনি। বরঞ্চ বেড়েছে। যদিও আবহাওয়া অধিদফতরের চুয়াডাঙ্গা কার্যালয়ে রাখা ব্যারোমিটারের পারদ গত ৩ দিন ধরে খুব একটা চড়েনি। এরপরও গরম জনিত রোগে শিশু বৃদ্ধসহ সব বয়সের নারী-পুরুষই অসুস্থ হয়ে পড়ছেন। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় হিটস্ট্রোকে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। ৬০টি বৈদ্যুতিন পাখার মধ্যে অর্ধেকই বিকল শীর্ষক প্রতিবেদন পত্রিকায় প্রকাশের কয়েকদিনের মাথায় গণপূর্ত বিভাগ ৪০টি সিলিং ফ্যান বরাদ্দ দিয়েছে। গতপরশু থেকে তা লাগানো শুরু হয়েছে। এদিকে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা আদালত প্রাঙ্গণে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন সাতগাড়ির আলম। তিনি সাতগাড়ি নতুনপাড়ার মৃত মজিদ বিশ্বাসের ছেলে। স্থানীয়রা বলেছে, রিকশা চালিয়ে আলম আদালত প্রাঙ্গণে পৌঁছুনোর কিছুক্ষণের মাথায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ মরসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ঢাকা, রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাজশাহী বিভাগে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাঈজদীকোর্ট, খুলনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রাজশাহী বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ তাপ প্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা গতকাল রাজশাহীতে ৪০ দশমিক ২ ও সর্বনিম্ন ময়মানসিংহে ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৩৭ দশমিক ৬ ও সর্বনিম্ন ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।