দামুড়হুদার হেমায়েতপুরে লক্ষাধিক টাকার কলাসহ গাছ কেটে তছরুপ : থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার: পূর্ব শত্রুতার জের ধরে দামুড়হুদার হেমায়েতপুরে লক্ষাধিক টাকার কলাসহ গাছ কেটে দেয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার দিনগত গভীর রাতে হেমায়েতপুর গ্রামের মৃত দলিল উদ্দিন শেখের ছেলে রাহিদুল ইসলামের কলাবাগানে ওই ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, গ্রামের বিভিন্ন কলাবাগান থেকে প্রায়ই কলার কাঁদি চুরি হয়। এতে চাষিরা হতাশা গ্রস্ত হয়ে পড়ে। একই গ্রামের মৃত ইছা ময়রার ছেলে নাসির ময়রা (৪৫) নিজের বাগান না থাকলেও ব্যাপারীদের কাছে কলা বিক্রি করে বলে অভিযোগ আছে। গত বুধবার সন্ধ্যায় ব্রিজ মোড়ে রাহিদুল ইসলামসহ সব কলাবাগান মালিকরা তাকে নিয়ে সালিস করলে সে তাদের ওপর চড়াও হয়ে দেখে নেয়ার হুমকি দেয়। পরে গভীর রাতেই রাহিদুল ইসলামের কলাসহ গাছ কেটে তছরুপ করা হয়। গতকাল সকালে তা সবার নজরে আসে।

নাসির তার লোকজন নিয়ে কলাসহ গাছ কেটেছে বলে গতকালই রাহিদুল ইসলাম দামুড়হুদা মডেল থানায় অভিযোগ দায়ের করেন। তিনি জানান, পূর্ব শত্রুতার জের ধরেই নাসির এ কাণ্ড করেছে। সে এলাকার চাষিদের কলা বাগান থেকে কলা চুরি করে ব্যাপারীদের কাছে বিক্রি করে। কিন্তু তার কোনো কলা বাগান নেই। গত বুধবার কলা চুরির অভিযোগে তার নামে সালিস ডাকা হলে সে উপস্থিত সবাইকে তার লোকজন নিয়ে এসে প্রাণ নাশের হুমকি দেয়। পরে গভীররাতে নাসির ও তার ছেলে নাজমুল (২৫), রকিব (২০), তুহিন (১৮) এবং তার ভাই আশা ময়রাসহ (৩৫) অজ্ঞাত আরও কয়েকজন আমার বাগানের কলার কাঁদিসহ গাছ কেটে দিয়েছে। গতকালই থানায় তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানান তিনি।