স্টাফ রিপোর্টার: ‘পাসপোর্ট নাগরিক অধিকার, নিঃস্বার্থ সেবাই অঙ্গীকার’ এ স্লোগানে চুয়াডাঙ্গা জেলায় পাসপোর্ট সেবাসপ্তাহ পালন করা হয়েছে। গত ২৪ এপ্রিল শুরু হওয়া এ সেবা সপ্তাহের কার্যক্রম শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার। এ উপলক্ষে চুয়াডাঙ্গায় বেশ কিছু উদ্যোগ হাতে নেয়া হয়। ২৪ এপ্রিল সকাল থেকে অফিস চলাকালীন চুয়াডাঙ্গা আঞ্চলিক অফিসের কর্মকর্তা ও কর্মীরা অফিসে আসা লোকজনের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। অফিসে আসা মানুষকে সঠিক সেবা দেয়ার জন্য অফিসের সামনে সার্বক্ষণিক কয়েকজন কর্মী নিয়োজিত ছিলেন। তারা তথ্য দিয়ে কিংবা কোনো কোনো ক্ষেত্রে সেবা পাওয়ার জন্য কোন কক্ষে যেতে হবে তা বুঝিয়ে দিয়ে প্রয়োজনীয় সহযোগিতা করেছেন। যারা পাসপোর্টের জন্য আবেদন করতে আগ্রহী তাদের আবেদন ফরম সরবরাহ করা হয়েছে এবং সঠিকভাবে আবেদন পূরণ করার প্রয়োজনীয় সহযোগিতা করা হয়েছে। সেবা সপ্তাহে দেয়া সেবা সমূহের মধ্যে ছিলো তথ্য সহায়ক লিফলেট প্রদান, গ্রাহকদের সেবার মান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্য কেন্দ্র স্থাপন, সঠিক সময়ে পাসপোর্ট পাওয়ার নিশ্চয়তা প্রভৃতি। সেবা সপ্তাহের শেষ দিনে বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গার আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক এসএমএ সানী বলেন, ২৪ এপ্রিল শুরু হওয়া সেবা সপ্তাহে যেসব কার্যক্রম হাতে নেয়া হয়েছিলো তা সেবা সপ্তাহ শেষ হওয়ার পরও অব্যাহত থাকবে।