মেহেরপুর অফিস: যুব উন্নয়ন অধিদপ্তরাধীন টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজ রুরাল ইয়াং পিপুলস অব বাংলাদেশ (টেকাব) শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে একমাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান এবং ফ্রি ল্যান্সিং/আউট সোর্সিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক পরিমল সিংহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন ও সনদ বিতরণ করেন। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মাসুদুল হাসান মালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান, (রাজস্ব) হেমায়েত হোসেন। প্রশিক্ষক মাহফুজ নোভেলর উপস্থাপনায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়নের সহকারী পরিচালক ফিরোজ আহমেদ, মুজিবনগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপুল কুমার কুণ্ডু, প্রশিক্ষণার্থী ইসমত আরা, সোহাগ প্রমুখ।