জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার মধুপুর-পাঁচলিয়ার মধ্যবর্তী মাঠের পাটক্ষেত থেকে চোরচক্র
একইরাতে ৩টি শ্যালোমেশিন চুরি করেছে। মধুপুর-পাঁচলিয়ার মধ্যবর্তী শালশূলে বিলের মাঠে বুধবার রাতে চোরচক্র হানা দিয়ে ৩টি শ্যালোমেশিন তালা ভেঙে নিয়ে যায়। শ্যালোমেশিন মালিকরা হলেন- মধুপুর গ্রামের রিয়াজুদ্দিন মণ্ডলের ছেলে নিজাম উদ্দিন (৪৫), আনোয়ার হোসেনের ছেলে আলমগীর মাস্টার (৩৬) ও একই গ্রামের নূর আলী মণ্ডলের ছেলে শহিদুল ইসলাম (৪৮)।