বিনোদন ডেস্ক: শিল্পী রাহাত ফাতেহ আলী খানের বিরুদ্ধে ফতোয়া জারি করল ভারতের হিন্দুত্ববাদী সংগঠন শিবসেনা। শিবসেনার তরফ থেকে বলা হয়েছে, পাকিস্তানি গায়কদের ভারতের মাটিতে কোনো অনুষ্ঠান করতে দেওয়া হবে না। আগামী ৩০ এপ্রিল মহারাষ্ট্র রাজ্যের আহমেদাবাদে শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সংগীতানুষ্ঠান করার কথা রয়েছে। তার আগে এমন ফতোয়া জারি করে ওই অনুষ্ঠানের ব্যানার হোডিং ছিঁড়ে দেয় শিবসেনা। অভিযোগ উঠেছে, রাহাত ফাতেহ আলী খানের সংগীতানুষ্ঠান উপলক্ষে আহমেদাবাদের বিভিন্ন স্থানে ব্যানার ও হোডিং লাগায় সংগঠকরা। কিন্তু সোমবার সেই সমস্ত ব্যানার ও হোডিং ছিঁড়ে দেয় শিবসেনার কর্মীরা। আমেদাবাদের শাহিলবাগ, সারকেলসহ বিভিন্ন স্থানে রাহাত ফাতেহ আলী খানের ব্যানার ও হোডিং ছিঁড়ে দেয় শিবসেনার কর্মীরা। এমনকি ব্যানারের ওপর কালিও ছিটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। আহমেদাবাদের স্থানীয় শিবসেনা নেতা জিতু সোলাঙ্কি জানিয়েছেন, একদিকে পাকিস্তানি মদদপুষ্ট জঙ্গিদের গুলিতে ভারতীয় সেনারা ও সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছেন, আর অন্যদিকে পাকিস্তান থেকে গায়করা ভারতে এসে অর্থ আয় করে নিয়ে চলে যাবেন, সেটা হতে পারে না। শিবসেনা কখনোই এটা মেনে নেবে না। জিতু হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তানি গায়ক ফাতেহ আলী খান যদি এরপরও ভারতের আহমেদাবাদে সংগীতানুষ্ঠান করতে আসেন, তাহলে শিবসেনা আরো বৃহত্তর বিক্ষোভ দেখাবে। শিবসেনার এই হুমকির পর পাকিস্তানি শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সংগীতানুষ্ঠান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও সংগঠকদের তরফে বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত ও রকম কোনো মন্তব্য করা হয়নি। উল্লেখ্য, এর আগে পাকিস্তানি শিল্পী গুলাম আলীর অনুষ্ঠানও প- করে দিয়েছিল শিবসেনা।