মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যাপীঠে আন্তর্জাতিক বই দিবস পালিত হয়েছে। গতকাল ২৭ এপ্রিল সকাল সাড়ে ৯টায় বিদ্যাপীঠ চত্বরে বই দিবস অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা আলোচনায় অংশ নেন। বক্তারা বলেন, বই মানুষকে বিখ্যাত করে তোলে। তাই বইয়ের সাথে আত্মিক সম্পর্ক গড়ে তুলতে হবে।
জেলার আলমডাঙ্গা উপজেলাধীন জেহালা ইউনিয়নের সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আহাদ আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য ইউপি মেম্বার আবদুল হান্নান মাস্টার। বিশ্ব সাহিত্য কেন্দ্রের অধীনে পাঠাভ্যাস কর্মসূচির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির আলমডাঙ্গা এলাকা পরিচালক বিদ্যালয়ের অভিভাবক সদস্য খলিলুর রহমান, এলাকার বিশিষ্ট সমাজসেবক ছালাউদ্দিন ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য ক্বারি নুর হাসান বেলালী। অনুষ্ঠান উপস্থাপন করেন সহকারী প্রধান শিক্ষক আতিকুল হক বুলবুল। প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল জেলার অন্যান্য বিদ্যালয়ে আন্তর্জাতিক বই দিবস পালিত হয়। ওইদিন আলমডাঙ্গা উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যাপীঠ সেইদিন ছুটি ছিলো। ফলে গতকাল ওই বিদ্যালয়ে দিবসটি পালন করা হয়।