দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সাবেক ইউপি সদস্য আব্দুল করিম ওরফে হোয়াইট করিমের নিজ ব্যবহৃত ডায়াং-৮০ সিসির মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরচক্র। গত মঙ্গলবার রাতে গোবিন্দহুদাস্থ নিজ বাড়ি থেকে মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। চোরচক্র তার ঘর থেকে একটি স্যামসাং মোবাইলফোনও চুরি করে নিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বলেন, গত মঙ্গলবার রাত ১২টার দিকে মোক্তারপুর এলাকা থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা সেরে বাড়িতে আসি। মোটরসাইকেলটি বাড়ির উঠোনে ঘাড়ে তালা মেরে ঢেকে রেখে ঘুমাতে যাই। সকালে দেখি মোটরসাইকেলটি নেই। চোরচক্র ঘর থেকে মোটরসাইকেলে চাবি নেয়ার সময় আমার ব্যবহৃত মোবাইলফোনটিও নিয়ে যায়। আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর যে চক্রান্ত চালানো হচ্ছে তারই অপকৌশল হিসেবেই প্রতিপক্ষরা ওই কাজটি করিয়েছে। যাতে আমি নির্বাচনী মাঠে ছুটতে না পারি। কারা জড়িত সন্দেহ হয়েছে। তবে এখন বলা যাবে না। থানায় জিডি করা হয়েছে। তিনি আরও বলেন, যতো চক্রান্তই করা হোক না কেন আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো না। আমি মাঠে আছি।