আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলমের পিতা সাবেক ইউপি সচিব আক্কাছ আলী খাঁ করেছেন (ইন্নালিল্লাহি……..রাজেউন)। (৮২) তিনি গতকাল বুধবার সকাল ৭টার দিকে তার গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর। তিনি স্ত্রী ও দু মেয়ে, ৫ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকালই বাদ আছর পিরোজপুর দাখিল মাদরাসা প্রাঙ্গণে জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাজায় সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।