শিক্ষক নিবন্ধনের কলেজ পর্যায়ের পরীক্ষা পেছালো

স্টাফ রিপোর্টার: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ত্রয়োদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৬’র কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা পেছানো হয়েছে। পূর্ব নির্ধারিত ৭ মে’র পরিবর্তে ১৩ মে শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল পর্যায়ের প্রিলিমিনারি টেস্ট পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী ৬ মে শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ৭ মে কয়েকটি জেলায় ইউপি নির্বাচন হবে। এ কারণেই পরীক্ষা পেছানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Leave a comment