কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ১০ জন আহত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের বিজয়ী মেম্বার প্রার্থী নয়নের ওপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করে পরজিত মেম্বার প্রার্থী ইসলাম ও তার সমর্থকরা। এ নিয়ে দু পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনায় নয়ন মেম্বারসহ তার গ্রুপের ৬ জন আহত হয়েছে। অপরদিকে পাল্টা হামলায় ইসলামের ৪ সমর্থক আহত হয়েছে। আহতরা বর্তমানে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। আহতদের মধ্যে বিজয়ী প্রার্থী নয়নের আঘাত গুরুত্বর বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী দাউদ হোসেন জানান, নির্বাচনে পরাজয় নিয়ে এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো পক্ষ মামলা করেনি বলে জানান তিনি।