দর্শনা অফিস: দর্শনা ঈশ্বরচন্দ্রপুরে শত্রুতামূলকভাবে দুটি গরুকে বিষ খাইয়েছেন এক মহিলা। একটি গরু মারা গেলেও অপরটি যায় যায় অবস্থা। দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর মাঠপাড়ার বড় মিয়ার স্ত্রী বেগমের সাথে একইপাড়ার মহিউদ্দিনের ছেলে মিস্টারের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব রয়েছে। এ দ্বন্দ্বের জের ধরে গতপরশু শনিবার রাতে মিস্টারের দুটি গরুকে বিষ খাইয়েছেন বেগম। এতে সাথে সাথেই একটি গরু মারা গেলেও অন্যটির অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় পশু চিকিৎসালয়ে গরুটির চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে সমাধানের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।