মেহেরপুর অফিস: মেহেরপুরের ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় স্থানীয় মৎস্য সম্প্রসারণ কর্মীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল রোবরার দুপুরে জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলনকক্ষে জেলা মৎস্য অফিসার শেখ মোহাম্মদ মেজবাহুল হকের সভপতিত্বে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান। উপস্থিত ছিলেন জেলার তিন উপজেলা মৎস্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। স্থানীয় মৎস্য চাষীদের মধ্যে মৎস্য চাষ জোরদার করার লক্ষ্যে উপজেলা টিম ও মাঠ পর্যায়ের চাষিদের মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপনের জন্য মাঠ পর্যায়ের ১৮ জন মৎস্যকর্মীকে বিনামূল্যে একটি করে বাইসাইকেল প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, মেহেরপুরে মাছের চাহিদা ১২ মেট্রিক টন। সে অনুপাতে এ জেলায় মাছের উৎপাদন ৮ মেট্রিক টন। তাই মেহেরপুরে মাছের চাহিদা পূরণ করে জেলার বাইরে মাছ রপ্তানি করার লক্ষ্যে উপজেলা টিম ও মাঠ পর্যায়ের টিম দিয়ে মৎস্যচাষিদের মৎস্যচাষে আগ্রহ করার জন্য এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।